
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুটির নাম কাজী শোয়েব আহমেদ (২০ মাস) পিতার নাম কাজী নাজমুল আহসান মিঠু। শিশুটির পিতার বাড়ি কলাপাড়া পৌর শহরের ৪নং ওয়ার্ডের কবি নজরুল ইসলাম সড়ক এতিমখানায়।পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার শিশু কাজী শোয়েব আহমেদকে নিয়ে তার নানার বাড়ি ধুলাসার ইউনিয়নের পশ্চিম চাপলি গ্রামে বেড়াতে যায়। আজ সোমবার বেলা এগারটায় খেলা করতে গিয়ে বাড়ির সকলের অগোচরে পুকুরে ডুবে যায়। পরে শিশুর নানী পুকুরের কিনারায় শিশুটিকে ভাসতে দেখে। শিশুটিকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।