ঢাকা, বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মহানবী হজরত মুহাম্মদ (স:)এর জীবনী
ভারতে পাচারের শিকার ৬ বাংলাদেশি নারীকে ৫ বছর পর দেশে ফেরত
বাগমারা ইজরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশে পণ্য বর্জনের আহ্বান
নড়াইলের হাসিম মোল্যা হত্যা মামলার ৮ আসামি গ্রেফতার
রূপগঞ্জে পূর্বাচল টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২৩ বছর পর পবিপ্রবিতে শিক্ষার্থীদের স্বপ্নের ‘মুক্তমঞ্চ’ “সংস্কৃতি চর্চায় খুলছে নতুন দিগন্ত”
বাড্ডা থানা যুবলীগের আহবায়ক গলাকাটা কাউসার গ্রেফতার
ডিজিটাল স্বাস্থ্যসেবা,কর্মমুখী প্রশিক্ষণ ও রেশন পরিবহন ব্যবস্থার প্রবর্তন করলো আনসার
বসুন্ধরায় নারীর মরদেহ উদ্ধারে গিয়ে দুই মণ গাঁজা পেল পুলিশ
এবার মোহাম্মদপুর থানার মামলায় গ্রেফতার প্রতারক সিকদার লিটন
পহেলা বৈশাখের পরে মিরপুরে ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করতে অভিযান করা হবে: ডিএনসিসি প্রশাসক
সৌদি রাষ্ট্রদূতকে বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নেওয়ার আহ্বান
ডালিয়ার ১৪ বিয়ে: প্রতারণা চলমান
কালিগঞ্জ পিএফজি’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা 

মোরেলগঞ্জে জমি জবরদখল সহ প্রতিবেশী ভাইয়ের পরিবারের অত্যাচারে দিশেহারা হয়ে সংবাদ সম্মেলন

বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভায়র সরালিয়ায় ছোট ভাই ও তার পরিবারের জমি জবর দখল ও অব্যাহত অত্যাচার নির্যাতনের শিকার হয়ে সংবাদ সম্মেলন করেন বড় ভাই।

রবিবার রাত ৯ টার দিকে পরিবারের সদস্যদেরকে নিয়ে মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন আপন বড় ভাই মৃত নূর মোহাম্মদ মল্লিকের পুত্র চানমিয়া মল্লিল (৭৪)। প্রতিবেশী ভাই সোবাহান মল্লিক, তার স্ত্রী শেফালী বেগম, পূত্র সাব্বির মল্লিক, জামাতা লিটন চৌকিদার, রাজু হাসান সহ তাদের ভাড়াটে লোকজন মিলে গত কয়েক বছর ধরে জমি জবরদখল সহ অব্যাহত হুমকি-ধমকি ও হামলার প্রতিবাদে রবিবার রাতে মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী বৃদ্ধ চান মিয়া মল্লিক ও তার পরিবারের লোকজন।

লিখিত বক্তব্যে চান মিয়া মল্লিক বলেন, পিতা – মাতা মৃত্যুর পর শান্তিপূর্ণ ভাবে আমরা ২ ভাই ৬ বোন আমাদের মাঝে বন্টন কৃত জমি জমা ভোগ দখল করে আসছি। কিন্তু প্রতিবেশী ছোট ভাই তার অংশের জমি জমা বিক্রি শেষে আমাদের ভোগ দখলীয় জমি জোর করে দখল সহ জমির গাছপালা ও ফসল নষ্ট, সীমানা নষ্ট, সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছে। এসব ব্যপারে প্রতিবাদ করলে সোবাহান ও তার উশৃঙ্খল ছেলে সাব্বির ও স্ত্রী শেফালী বেগম সহ অন্যান্য সদস্য মিলে অকথ্য ভাষায় গালিগালাছ, জীবন নাশের হুমকি ধমকি সহ স্থানীয় এস এম কলেজের বখাটে ছাত্রদের ভাড়া করে আমার ও পরিবারে সদস্যদের মারধর ও বিভিন্নভাবে অত্যাচার করে আসছে। এ ব্যাপারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় বিভিন্ন প্রশাসনের কাছে অভিযোগ দাখিল করলে বার বার মৌখিক ও লিখিত প্রতিশ্রুতি দিয়ে ও পরবর্তীতে দ্বিগুন অত্যাচার করে থাকে।স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় প্রশাসন মীমাংসা করে দিলে তাৎক্ষণিক মানার কথা বলে পরক্ষণেই আবার ওইসব অত্যাচার শুরু করে। তাদের অত্যাচারে আমার পরিবারের কেউ স্বাভাবিক ভাবে চলাচল করতে পারে না। প্রায়ই দেশীয় অশ্ত্র- শস্ত্র নিয়ে মহরা দেয় এবং ভয় দেখায়। এব্যাপারে থানায় জিডিও রয়েছে।

জমি জবর দখল সহ সোবাহান মল্লিক ও তার পরিবারের এরুপ সন্ত্রাসী কার্যকলাপে বর্তমানে তার পরিবারটি জীবন সংশয়ে রয়েছেন বলেও তিনি দাবি করেন।তাই ছোট ভাইও তার পরিবারের হাত থেকে রেহাই পেতে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মীসহ আইন শৃংখলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।অন্যদিকে সোবাহান মল্লিক এর সাথে বার বার মুঠে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

শেয়ার করুনঃ