
সাজ্জাদ হোসেন শাহিন -জামালপুর জেলা প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহে ২০২৩-২০২৪ অর্থবছরের ভিক্ষুক পুর্নবাসন প্রক্রিয়া মুখ থুবড়ে পড়ছে। অর্থবছর শেষ হলেও অদৃশ্য কারণে এখনো ভিক্ষুক পুনর্বাসন হয়নি।
উপজেলা সমাজসেবা কার্যালয় সুত্রে জানা যায়, ভিক্ষাবৃত্তির পরিবর্তে বিকল্প কর্মসংস্থানের জন্য ভিক্ষার হাতকে কর্মের হাতে রুপান্তর করতে ৫লাখ ৮৬ হাজার টাকা বরাদ্ধ হয়েছে।বরাদ্ধের টাকা ভিক্ষুকদের বিভিন্ন কর্মসংস্থানের উপকরন দিয়ে পুনর্বাসন করা হবে। এতে তাদের মানবিক ও সামাজিক মর্যাদা ফিরে আসবে। যদিও অথবছর শেষ হয়েছে কিন্তু ভিক্ষুক পুনর্বাসন হয়নি।ইতিমধ্যে বি়ভিন্ন পেক্ষাপটে ভিক্ষুকদের তালিকায় রদবদল হয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান বলেন,ভিক্ষুক পুনর্বাসনের জন্য তালিকা হয়েছে। তালিকা যাচাই-বাছাই করা হচ্ছে।সম্প্রতি বেশ কয়েকজন ইউএনও স্যারের বদলি,জনপ্রতিনিধির রদবদল ও রাজনৈতিক অস্থিরতার কারনে একটু দেরি হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ভিক্ষুক পুনর্বাসন করা হবে।