ঢাকা, বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
চৌমুহনীতে হাজী কাচ্চি বিরিয়ানি হাউজের বিরুদ্ধে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগ
কালিয়ায় সেনা অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা সহ আটক ৬
পাবিপ্রবির নির্মাণাধীন ভবন থেকে অর্ধগলিত এক আনসার সদস্যদের লাশ উদ্ধার
কবরস্থান দখল করে দালান নির্মাণের অভিযোগ
দৈনিক খবরের আলোর অফিসের সামনে সন্ত্রাসীদের মহড়া
ঘুরতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩
মহানবী হজরত মুহাম্মদ (স:)এর জীবনী
ভারতে পাচারের শিকার ৬ বাংলাদেশি নারীকে ৫ বছর পর দেশে ফেরত
বাগমারা ইজরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশে পণ্য বর্জনের আহ্বান
নড়াইলের হাসিম মোল্যা হত্যা মামলার ৮ আসামি গ্রেফতার
রূপগঞ্জে পূর্বাচল টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২৩ বছর পর পবিপ্রবিতে শিক্ষার্থীদের স্বপ্নের ‘মুক্তমঞ্চ’ “সংস্কৃতি চর্চায় খুলছে নতুন দিগন্ত”
বাড্ডা থানা যুবলীগের আহবায়ক গলাকাটা কাউসার গ্রেফতার
ডিজিটাল স্বাস্থ্যসেবা,কর্মমুখী প্রশিক্ষণ ও রেশন পরিবহন ব্যবস্থার প্রবর্তন করলো আনসার

পাবনায় চাঞ্চল্যকর হত্যা মামলার ১ আসামিসহ গ্রেফতার ৩

পাবনার ভাঁড়ারার নলদহ নতুন পাড়া গ্রামে বাবু শেখ হত্যার তিন মাস পর আরেক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার এক প্রেস রিলিজে এতথ্য জানান র‍্যাবের সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মনোয়ার হোসেন চৌধুরী।

এর আগে আরো দুই আসামিকে গ্রেফতার করা হয়, এসব মিলিয়ে এ মামলায় মোট গ্রেফতার তিন।

সদ্য গ্রেফতারকৃত হলেন,এ মামলার অন্যতম আসামি গয়েশপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আসলাম প্রামাণিকের ছেলে সাদ্দাম প্রামাণিক (৩৬)।

র‍্যাবের সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মনোয়ার হোসেন চৌধুরী জানান,সাদ্দাম এ মামলার তদন্তে প্রাপ্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাকে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত,চলতি বছরের ৮ জুন রাত সাড়ে ৮টার দিকে পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের নলদহ নতুনপাড়া বাজারে একটি দোকানে বসে চা পান করছিলেন বাবু শেখ ওরফে ডাক বাবু। এ অবস্থায় মোটরসাইকেলে করে এসে একদল সন্ত্রাসী প্রকাশ্যে তাকে গুলি করে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা বাবুকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় নিহতের পরিবার থানায় মামলা দায়ের করলে এর আগে দুজনসহ মোট তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ