
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আউশ ধানের শস্য কর্তন ও মাঠ দিবস পালন করা হয়েছে। চলতি ২০২৩-২৪ অর্থবছর খরিফ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধানের (উফশী) সমলয় চাষাবাদ (Synchronize Cultivation) কার্যক্রমের ব্লক প্রদর্শনীতে কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের মাধ্যমে কঞ্চিবাড়ি ইউনিয়নের কঞ্চিবাড়ি ব্লকে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, গাইবান্ধা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মো. খোরশেদ আলম, গাইবান্ধা জুনিয়র মনিটরিং এণ্ড রির্পোটিং স্পেশালিষ্ট প্রকল্পের (SACP, RAINS) মো. আজিজুর রহমান, কঞ্চিবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মনোয়ার আলম সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান, উপসহকারি কৃষি কর্মকর্তা হিমাংশু কুমার মিলন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান মিঞা, কৃষক সাদা মিয়া প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাদেক হোসেন।