ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

ঘোড়াঘাটে অগভীর নলকুপের বোরিং ভাংচুর: থানায় এজাহার

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে একই জমির মালিকানা একাধিক। মালিকানা একাধিক হওয়ায় মানুষের মনে গুঞ্জন ও নানা প্রশ্ন জেগেছে। তবে এই জমি কার?এক পক্ষ মালিকানা দাবী করে অগভীর নলকুপের বোরিং থেকে বৈদ্যুতিক মোটর নিয়ে গেছে প্রতিপক্ষরা ।৭ আগষ্ট ১০ টায় উপজেলার নুরপুর মৌজায় মোমদে হোসেনের স্থাপন করা বোরিং ভাংচুর সহ সেচ পাম্পের কাজে
ব্যবহৃত বৈদ্যুতিক মোটর তুলে নিয়ে যায় পতিপক্ষ র্দুবত্তরা।এ বিষয়ে সেচ পাম্পের মালিক নুরপুর গ্রামের মৃত, নায়েব আলীর পুত্র মোঃ মোমদেল হোসেন বাদী হয়েপ্রতিপক্ষের ১৩ জন সহ অজ্ঞাত কয়েক জনের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় এজাহার দাখিল করেছেন।মোমদেল হোসেনর এজারহার সুত্রে জানাগেছে,দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নুরপুর গ্রামের মৃত, নায়েব আলী ১৯৬৭ সালের ২৮/০৭ ইং তারিখে উপজেলার আফসারাবাদ কলোনী গ্রামের মৃত,সুবেদার সরফরহাদ মুহাম্মাদ সোসেনের পুত্র সুবাদার মুহাম্মাদ সোনের নিকট থেকে খোশ কবলা দলিল মুলে ক্রয় করেন।যার দলিল নং-৭১৩২।ওই ক্রয় করা জমি নায়েব আলী ভোগ দখল করার পর মৃত্যু বরন করেন। তার মৃত্যুর পর তার পুত্র মোঃমোমদের হোসেন ওই জমিতে অগীর নলকুপের বোরিং স্থাপন করে সেচ কাজ লিয়ে আসতেছেন।এ মতাবস্থায় উপজেলার আফসারাবাদ কলোনীর মৃত, আঃ মজিদের পুত্ররা ৭ আগষ্ট সকাল ১০টায় ওই জম্অংশসুত্রে মালিকানা দাবী করে মোমদেল হোসেনের স্থাপন করা বোরিং ভাংচুর সহ সেচ পাম্পের বৈদ্যুতিক মোটর নিয়ে
যায়।বোরিং এর মালিক মোমদেল হোসেন জানান, মোমদেল হোনের পিতা নায়েব আলী জীবিত অবস্থায় তিনি তার ক্রয়কৃত জমিতে বোরিং করে সেচ কাজ চালিয়ে আসছিলেন। তার মৃত্যূর পর পুত্র মোমদেল হোসেন বিগত ১৪ বছর থেকে জমিতে পানি সেচ দিয়ে আসছেন। উল্লেখ্য যে, ওই জমি নিয়ে নুরপুর এলাকার মৃত, শুকুর আলীর পুত্র সুরুজ্জামন,সাহেব আলীর পুত্র সাইদুল ও জমসের আলীর পুত্র জহুরুল ওই জমি দাবী করে মোমদেলের সাথে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে বোরিং ভাংচুর ও একাধিক মারপিটের ঘটনা ঘটে। এ নিয়ে উভয়পক্ষের একাধিক মামলা হয়। মামলাগুলো চলমান রয়েছে। এ কারণে জমিতে আদালত থেকে নিশেধাজ্ঞা দেয়া হয়।তারা নিশেধাজ্ঞা অমান্য করে
বোরিং ভাংচুর করে।পরর্বতীতে উপজেলার আফসারাবাদ কলোনীর মৃত, আঃ মজিদের পুত্ররা ৭ আগষ্ট সকাল ১০টায় ওই জমি অংশ
সুত্রে মালিকানা দাবী করে মোমদেল হোসেনের স্থাপন করা বোলরং ভাংচুর সহ সেচ পাম্পের বৈদ্যুতিক মোটর নিয়ে যায়।

শেয়ার করুনঃ