
নাইক্ষংছড়ি প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক ও দৈনিক মানবজমিন পত্রিকার নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি সাংবাদিক আমিনের মেয়ে ফাহিমার জানাজা
শনিবার (২৪ আগস্ট) নাইক্ষংছড়ি পুরাতন বাস স্টেশনে সকাল ৮টায় অনুষ্ঠিত হইবে। বিষয়টি নিশ্চিত করেছেন আমিনের ছোটভাই নাইক্ষংছড়ি উপজেলা ছাত্রদলের সভাপতি জিয়াবুল হক জিয়া। তিনি আরো জানান আজ শুক্রবার রাতে ভারত থেকে এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে আমিনের মেয়ের মরদেহ বাংলাদেশে পৌঁছেছে।
উল্লেখ্য দীর্ঘ ১১মাসের ও বেশি সময়ে ভারতের এপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার মারা যান। এদিকে ফাহিমার অকাল মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে গভীর শোক প্রকাশ করেছেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সকল সদস্য বৃন্দ।