
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী ও ছাত্র আন্দোলনে শহীদের স্মরণে ইসালে সওয়াব ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী
সদর ইউনিয়ন জামায়াত শাখা।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রিয় মজলিশে শূরার সদস্য ও বান্দরবান জেলা জামায়াতের আমীর মৌলানা আবদুস ছালাম আজাদ।
জামায়াতের প্রবীণ নেতা মোহাম্মদ ইসলাম মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে বক্তব্য রাখেন বান্দরবান জেলা জামায়াতে শূরার সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াত ইসলামীর আমীর মৌলানা ওমর ফারুখ সিরাজী, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী মাহমদুল হক বাহাদুর, মৌলানা বশির উদ্দিন,জামায়াতের সিনিয়র নেতা রফিক বশরী,বান্দরবান জেলা শ্রমিক কল্যাণ ফেড়ারেশনের সহ-সভাপতি রফিক আহমদ, সাবেক কেন্দ্রিয় ছাত্র শিবির নেতা তৌহিদ আজাদ,রামু উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ তৈয়ব উল্লাহ,উলামা পরিষদের সেক্রেটারী মৌলানা মোতাহেরুল হক, সৌদি প্রবাসী সাবেক ছাত্রনেতা এম এ মান্নান,অধ্যক্ষ ছৈয়দ হোছাইন,মৌলানা ফরিদুল আলম, সালাহউদ্দিন চৌধুরী,সুপারর মৌলানা নুরুজ্জামান, মওলানা মোস্তাক আহমেদ শোওকী,জামায়াত নেতা, হেলাল উদ্দিন মিয়াজি প্রমূখ।
সঞ্চালনায় ছিলেন, জামায়াত নেতা ইদুল আমিন ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ইউনুছ মেম্বার।
বক্তারা এ সময় বলেন,আল্লামা সাঈদী একজন বিশ্ববরেণ্য মোফাচ্ছিরে কুরআম।
তার মৃত্যু শহীদি। তার বড় প্রয়োজন আজকের এ দিনে। ফ্যাসিষ্ট হাসিনার সরকার তাকে কৌশলে মেরে ফেলেছে।
তারা আরো বলেন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদের রক্তেভেজা এ ত্যাগ ভূলার নয়। তাদের লক্ষ্য মুক্তির।
জাতি তাদের কখনও ভূলবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের সব সময় স্মরণ করবে।