
লক্ষ্মীপুরের রায়পুরে ধ্বংস করা হলো ৫টি ড্রেজার মেশিন। নদী থেকে অবৈধ উপায়ে বালু তোলার কাজে ব্যবহৃত এসব ড্রেজারের সাথে অন্তত আরো এক শতাধিক পাইপ ভেঙে বিনষ্ট করা হয়েছে।
শনিবার (১৭ আগষ্ট) উপজেলার দক্ষিণ চর বংশী ইউনিয়নে অভিযান পরিচালনা করে এ কার্যক্রম চালানো হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহেদ আরমান বলেন, মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর জনাব সুরাইয়া স্যারের নির্দেশনায় রায়পুর উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের কাটাখালি ব্রিজ সংলগ্ন এলাকার ডাকাতিয়া নদী ও পানির ঘাট এলাকায় অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করায় ঘটনাস্থলে গিয়ে কাউকে না পেয়ে পাঁচটি মিশিন ও শতাধিক পাইপ ধ্বংস করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
এসময় সেনা, পুলিশ ও রায়পুর উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানায়, বালু তোলার মেশিনগুলো ছিলো দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন মোল্লার।