
পটুয়াখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, ১৫ আগষ্ট বৃহস্পতিবার পটুয়াখালী শহীদ মিনার সংলগ্ন ঝাউতলা চত্ত্বরে একতার বাংলাদেশ আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।এ সমাবেশে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম লিটন, সাবেক সভাপতি,ছাত্র দল,পটুয়াখালী জেলা।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেনপটুয়াখালী জেলা ছাত্র দলের সাবেক সভাপতি গাজী আশফাকুর রহমান বিপ্লব ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মিলন এবং বর্তমান আহবায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী ও হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ,পটুয়াখালী জেলা শাখার সভাপতি অতুল চন্দ্র দাস প্রমুখ।অন্যদিকে এসময় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন
ছাত্র শিবির নেতা আবদুল্লাহ আল নাহিয়ান এবং সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ জেলার সমন্বয়ক তানভীর হাসান। পরে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশ ও দোয়া অনুষ্ঠানে ছাত্র দল,ছাত্র শিবির এর বিভিন্ন স্তরের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।