
দেশে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের গুরুত্ব কতখানি ইতিমধ্যে দেশবাসী তাহা উপলব্ধি করতে পেরেছে। দেশবাসীর বিচার জায়গায়,আস্থার জায়গা, পুলিশের কর্মস্থান যেটা জনগণ সাধারণ ইতিমধ্যে বুঝতে পেরেছে।
তাই সকল ধরনের জল্পনা কল্পনা শেষে
আজ সোমবার বিকাল ৩টায় ফরিদপুর জেলা পুলিশ একটি শোভাযাত্রার মধ্যে দিয়ে কর্মস্থলে যোগদান করেন। শোভাযাত্রায় ফরিদপুরের জেলা পুলিশের সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক দল , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর সদস্যবৃন্দ সুশীল সমাজের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বেলা ১১ টায় ফরিদপুরে সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে জেলা পুলিশের একটি জরুরী প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।ফরিদপুর পুলিশ সুপার মোঃ মোর্শেদ আলম পিপিএম এর সভাপতিত্বে উক্ত ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাহউদ্দিন , অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা্ কোতোয়ালি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান,, তুহিন লস্কর,ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
উক্ত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, শত বর্ষের ঐতিহ্যবাহী একটি সংগঠনকে কলুষিত ও তাদের মনোবল ভেঙ্গে দেওয়ার জন্য একটি কুচক্রী মহল পুলিশের উপর হামলা এবং বিভিন্ন থানায় আক্রমণ করেছে। এতে অনেক পুলিশ সদস্য নিহত ও আহত হয়েছে। আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করি। এবং দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে বিচার করা হবে। পুলিশ যেকোনো পরিস্থিতি মোকাবেলায় জনগণের পাশে ছিলো, ভবিষ্যতেও পাশে থাকবে । একই সাথে বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত শিক্ষার্থীরা রাস্তায় সহ বিভিন্ন জায়গায় পুলিশের দায়িত্ব পালন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। জনগণ পুলিশের বন্ধু পুলিশ জনগণের বন্ধু। এই কথাটা মেনে নিয়েই আমরা আমাদের সুন্দর সমাস করে তুলব। সকল ধরনের দ্বিধা দ্বন্দ্ব ভুলে একে অপরের সাহায্যের মাধ্যমে আইনকে প্রতিষ্ঠিত করতে হবে।