ঢাকা, বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মহানবী হজরত মুহাম্মদ (স:)এর জীবনী
ভারতে পাচারের শিকার ৬ বাংলাদেশি নারীকে ৫ বছর পর দেশে ফেরত
বাগমারা ইজরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশে পণ্য বর্জনের আহ্বান
নড়াইলের হাসিম মোল্যা হত্যা মামলার ৮ আসামি গ্রেফতার
রূপগঞ্জে পূর্বাচল টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২৩ বছর পর পবিপ্রবিতে শিক্ষার্থীদের স্বপ্নের ‘মুক্তমঞ্চ’ “সংস্কৃতি চর্চায় খুলছে নতুন দিগন্ত”
বাড্ডা থানা যুবলীগের আহবায়ক গলাকাটা কাউসার গ্রেফতার
ডিজিটাল স্বাস্থ্যসেবা,কর্মমুখী প্রশিক্ষণ ও রেশন পরিবহন ব্যবস্থার প্রবর্তন করলো আনসার
বসুন্ধরায় নারীর মরদেহ উদ্ধারে গিয়ে দুই মণ গাঁজা পেল পুলিশ
এবার মোহাম্মদপুর থানার মামলায় গ্রেফতার প্রতারক সিকদার লিটন
পহেলা বৈশাখের পরে মিরপুরে ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করতে অভিযান করা হবে: ডিএনসিসি প্রশাসক
সৌদি রাষ্ট্রদূতকে বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নেওয়ার আহ্বান
ডালিয়ার ১৪ বিয়ে: প্রতারণা চলমান
কালিগঞ্জ পিএফজি’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা 

নাইক্ষংছড়ি থানা পুলিশের কার্যক্রম শুরু

এক সপ্তাহ বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (১২ আগষ্ট) দুপুরে এ প্রতিবেদককে
বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল মান্নান জানান,দেশের পটপরিবর্তনের পর থেকে অনিরাপদ থাকায় সারা দেশের ন্যায় নাইক্ষ্যংছড়ি থানার কার্যক্রমও বন্ধ ছিলো। শেষতক উপরের নির্দেশ পেয়ে তিনি সোমবার সকাল থেকে সব কার্যক্রম শুরু করেন।

এদিকে স্থানীয়রা জানান, দেশে ছাত্র সমাজ বৈষম্যবিরোধী আন্দোলন শুরু করলে ঘটে নানা ঘটনা। সরকারের পতন ঘটে। বিশৃঙ্খল পরিস্থিতিতে সারা দেশে পুলিশের কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। জনজীবন অনিরাপদ হয়ে যায়। এ অবস্থায় পুলিশ পোষাক পড়া বন্ধ করে দেয়। থানায় থানায় গেইট লক করে দেয়া হয়। অফিসিয়াল কাযর্ক্রম থেমে যায়।
এমতাবস্থায় চরম দুর্ভোগে পড়ে প্রান্তিক পর্যায়ের লোকজন। রাজনৈতিক কমী ও শিক্ষার্থীরা নিরাপত্তা দিতে মরিয়া হয়ে মাঠে নেমে। তবে নানা ফাঁকফোকর বা সুযোগ নিয়ে অপরাধী চক্র দখলবাজী সহ নানা সংঘাত ঘটানোর চেষ্টা করে।

এমতাবস্থায় অন্তর্বতীকালীন সরকার পুলিশ কে সাহস যুগিয়ে দ্রুততম সময়ে আর প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করে রোববার ঘোষনা দেন সোমরার থেকে পুলিশের কার্যক্রম শুরু করতে।
তারই প্রেক্ষিতে তাদের কাযর্ক্রম শুরু করেন নাইক্ষ্যংছড়ি থানা পুলিশও।

সোমবার এ প্রতিবেদক সরেজমিন গিয়ে দেখতে পান ডিউটি অফিসার মরিয়ম আক্তার নিজ কাজে মনোযোগী।
তিনি বিজিবি কতৃক অস্ত্রসহ ধৃত এক যুবকের ঘটনাটি এন্ট্রি করছেন। পোষাক পরিহিত পুলিশ দায়িত্ব পালন করছে। অফিসার ইনচার্জ নিজ কার্যালয়ে ব্যস্ত আছেন।

এ সময় তিনি এ প্রতিবেদককে আরো বলেন,সোমবার সকালে কার্যক্রম শুরুর সাথে সাথে বেশ অভিযোগ পেয়েছেন তিনি। শুরুর দিন সর্বপ্রথম বিজিবি কতৃক অস্ত্র সহ এক যুবককে
থানায় সোপর্দ করেছে। জমি-জমা সংক্রান্ত একটি খুনের বিষয়ে পুলিশ লাশ উদ্ধার করে ব্যবস্থা নিচ্ছেন। এভাবে তারা যাবতীয় কাজ করছেন।

শেয়ার করুনঃ