ঢাকা, বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মহানবী হজরত মুহাম্মদ (স:)এর জীবনী
ভারতে পাচারের শিকার ৬ বাংলাদেশি নারীকে ৫ বছর পর দেশে ফেরত
বাগমারা ইজরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশে পণ্য বর্জনের আহ্বান
নড়াইলের হাসিম মোল্যা হত্যা মামলার ৮ আসামি গ্রেফতার
রূপগঞ্জে পূর্বাচল টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২৩ বছর পর পবিপ্রবিতে শিক্ষার্থীদের স্বপ্নের ‘মুক্তমঞ্চ’ “সংস্কৃতি চর্চায় খুলছে নতুন দিগন্ত”
বাড্ডা থানা যুবলীগের আহবায়ক গলাকাটা কাউসার গ্রেফতার
ডিজিটাল স্বাস্থ্যসেবা,কর্মমুখী প্রশিক্ষণ ও রেশন পরিবহন ব্যবস্থার প্রবর্তন করলো আনসার
বসুন্ধরায় নারীর মরদেহ উদ্ধারে গিয়ে দুই মণ গাঁজা পেল পুলিশ
এবার মোহাম্মদপুর থানার মামলায় গ্রেফতার প্রতারক সিকদার লিটন
পহেলা বৈশাখের পরে মিরপুরে ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করতে অভিযান করা হবে: ডিএনসিসি প্রশাসক
সৌদি রাষ্ট্রদূতকে বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নেওয়ার আহ্বান
ডালিয়ার ১৪ বিয়ে: প্রতারণা চলমান
কালিগঞ্জ পিএফজি’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা 

কলাপাড়ার হিন্দুরা আ’লীগের আমলেই সবচেয়ে বেশি নির্যাতিত ছিলাম-বিকাশ সাহা

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।কলাপাড়ার হিন্দুরা(সনাতন ধর্মাবলম্বী) আওয়ামী লীগের আমলেই সবচেয়ে বেশি নির্যাতিত ছিলাম। বিএনপি ক্ষমতায় আসলে আমারা ভালো থাকি।পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার ০৬ নং ওয়ার্ডের শ্রী শ্রী জগন্নাথ নাঠ মন্দির কমিটির সদস্যদের সাথে কলাপাড়া বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় সভায় একথা বলেন মন্দির কমিটির সহ-সভাপতি বিকাশ সাহা। তিনি আরও বলেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ডাকাতি হওয়ার খবর শোনা যাচ্ছে, যার কারণে আমরা আতংকিত। তাই আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি, যাতে এই পরিস্থিতিতে আপনারা আমাদের সাথে থেকে আমাদের সম্পদ রক্ষায় পাহারা দিবেন।মন্দির কমিটির সভাপতি শ্রী রতন কৃষন সাহা গোসাই এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র হাজী হুমায়ুন সিকদার। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, কলাপাড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সিকদার, তারেক আনাম সুমন, মো.মোয়াজ্জেম হোসেন, সাংঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, নাসির উদ্দীন রতন, উপজেলা শ্রমিক দলের সভাপতি গাজী মো.হারুন। উপজেলা যুবদলের আহবায়ক হারুন-অর রশিদ, যুগ্ম আহবায়ক কবির মৃধা, জুয়েল সিকদার, সজল বিশ্বাস, রাসেল কবির মুরাদ, ০৬ নং ওয়ার্ড বিএনপি নেতা জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ঢালী রুহুল আমিন অভিসহ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শ্রী শ্রী জগন্নাথ আখড়া নাঠ মন্দির কমিটির সদস্যবৃন্দ এবং ০৬ নং ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বীরা।
কলাপাড়া পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি বলেন, বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। এটা আওয়ামী লীগের দেয়া টোপ মাত্র। আপনারা নিজেকে কখনও ছোট ভাববেন না।কলাপাড়া পৌর বিএনপি’র সভাপতি গাজী মো.ফারুক বলেন, এই কলাপাড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ নষ্ট করতে চাইলে কলাপাড়া বিএনপি যেকোনো মূল্যে তাদের প্রতিহত করা হবে।আপনাদের যেকোনো প্রয়োজনে কলাপাড়া বিএনপি আপনাদের সাথে আছি। উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল ধর্মের মানুষকে নিয়ে আমাদের সমাজ। কোন ধর্মীয় অসহায় মানুষ বা তার সম্পদের উপর হামলা করতে কেউ আসলে আমাদের লাশের উপর দিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, গত বছর আপনারা যেভাবে ধর্মীয় অনুষ্ঠান করেছেন তার চেয়ে অনেক বড় অনুষ্ঠান করবেন, আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা করব।

শেয়ার করুনঃ