
কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সমন্বয়ে শহর পরিষ্কার-পরিছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (৭ আগষ্ট) বিকেলে উপজেলার চার সমন্বয়কের উদ্যোগে বিজয় মঞ্চ থেকে পরিষ্কার-পরিছন্নতা অভিযান শুরু হয়ে পৌরশহরের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
এ সময় বিজয় মঞ্চ থেকে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে শহরের পোস্ট অফিস মোড়, গবার মোড়, গুনাইগাছের মোড়, থানা মোড়, কাচারী রোড, উপজেলা পরিষদ মোড় সহ বিভিন্ন রাস্তাঘাট পরিস্কার-পরিচ্ছন্নতা করেন শিক্ষার্থীরা।
বিভিন্ন রাস্তা দিয়ে চলাচল করা পথচারীদের মধ্যে হাসান মিয়া (৪৭), জয় মিয়া (২৮), শাহালম (৩৪) ও রিফাত হোসেন (২৫) বলেন, পরিষ্কার কর্মসূচি উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাই। শিক্ষার্থীদের একটি ভালো উদ্যোগ। অনেক ময়লা বিভিন্ন রাস্তার উপরে পড়ে আছে, যা শিক্ষার্থীরা পরিষ্কার করছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু নোমান, মোরসালিন ও আইনুল ইসলাম বলেন, পরিষ্কার-পরিছন্নতা কর্মসূচি হিসাবে শিক্ষার্থীরা নিজ উদ্যোগে উপজেলার বিজয় মঞ্চ ও বিভিন্ন রাস্তার উপরে পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করে তা নির্দিষ্ট জায়গায় ফেলে দেয়া হয়।