
কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কলাপাড়া উপজেলা ও পৌর শাখার উদ্যোগে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার(৮ আগষ্ট) বিকাল ৫টায় পৌর শহরের বিএনপি কার্যালয় থেকে সংক্ষিপ্ত সভ শেষে ঝাড়ু, বেলচা এবং পলিথিন নিয়ে নেমে পরেন নেতৃবৃন্দ। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন বাদল মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র হাজী হুমায়ুন সিকদার। এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সিকদার, মো.মোয়াজ্জেম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ঢালী রুহুল আমিন অভি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল, সদস্য সচিব নূর এ এলাহি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন জুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজল মৃধা, রেহান উদ্দিন রেহান, রুহুল আমিন গাজী, স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল তালুকদার, আযিম তালুকদার সহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল জানান, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন’র নির্দেশনায় কলাপাড়াকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে নেমিছি আমরা।উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন বাদল মৃধা জানান, কেন্দ্রীয় কার্যক্রমের অংশ হিসেবে ১১৪ পটুয়াখালী-৪ কলাপাড়াকে এবিএম মোশাররফ হোসেন’র নেতৃত্বকে শক্তিশালী করতে সকল কার্যক্রমে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বদ্দপরিকর।