
বিএনপি পটুয়াখালী জেলা শাখার সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি সহ বিএনপির নেতৃবৃন্দ সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন।
জানা গেছে, জেলা বিএনপির সদস্য সচিব সহ অন্যান্য নেতৃবৃন্দরা পটুয়াখালী প্রেসক্লাবে ৭ আগষ্ট বুধবার রাতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।এদিকে জেলা বিএনপির সদস্য সচিব স্বাক্ষরিত একটি নির্দেশনা মূলক একটি জরুরি ঘোষণার বার্তা সাংবাদিকদের মাঝে সরবরাহ করা হয় বলে জানা যায়।
এ জরুরি ঘোষণার বার্তায় উল্লেখ করা হয়েছে শান্তি প্রিয় বিভিন্ন সম্প্রদায় বিশেষ করে হিন্দু সম্প্রদায় তাদের জান মাল ও মন্দির সহ উপাসনালয় গুলো নিজ নিজ এলাকার বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সুরক্ষিত রাখবে। প্রসঙ্গত: পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্বাক্ষরিত একটি জরুরী ঘোষণার পত্রে উল্লেখিত তথ্যর এক অংশ এ সংবাদে তুলে ধরা হয়েছে।