প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১১, ২০২৫, ৬:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৭, ২০২৪, ১০:৫৯ অপরাহ্ণ
পটুয়াখালী জেলা বিএনপির একটি জরুরী ঘোষণা বার্তা

বিএনপি পটুয়াখালী জেলা শাখার সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি সহ বিএনপির নেতৃবৃন্দ সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন।
জানা গেছে, জেলা বিএনপির সদস্য সচিব সহ অন্যান্য নেতৃবৃন্দরা পটুয়াখালী প্রেসক্লাবে ৭ আগষ্ট বুধবার রাতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।এদিকে জেলা বিএনপির সদস্য সচিব স্বাক্ষরিত একটি নির্দেশনা মূলক একটি জরুরি ঘোষণার বার্তা সাংবাদিকদের মাঝে সরবরাহ করা হয় বলে জানা যায়।
এ জরুরি ঘোষণার বার্তায় উল্লেখ করা হয়েছে শান্তি প্রিয় বিভিন্ন সম্প্রদায় বিশেষ করে হিন্দু সম্প্রদায় তাদের জান মাল ও মন্দির সহ উপাসনালয় গুলো নিজ নিজ এলাকার বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সুরক্ষিত রাখবে। প্রসঙ্গত: পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্বাক্ষরিত একটি জরুরী ঘোষণার পত্রে উল্লেখিত তথ্যর এক অংশ এ সংবাদে তুলে ধরা হয়েছে।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.