
দীর্ঘ ১৬ বছর পর ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর করেছে আওয়ামীলীগ। এতে উচ্ছাসে ভাসছে বিএনপি, জামায়াত সহ বঞ্চিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ।
সীমাহীন নির্যাতনের পর সরকার পতনকে বিজয় হিসেবে দেখছেন আন্দোলনকারী ও স্থানীয়রা। স্থানীয়রা জানান, আমরা যারা বিএনপি, জামায়াত সহ বিরোধী দলীয় রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত দীর্ঘ ১৬ বছর ধরে আমরা নির্যাতনের শিকার।
যে কোন নির্বাচন আসলেই শুরু হয় আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা। দিনের পর দিন পরিবার পরিজন ছেড়ে আত্মগোপনে থাকতে হয়। অনেকেই মিথ্যা মামলায় সর্বস্বান্ত হয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছে। আমাদের ভোটের অধিকার ছিল না। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সকলের স্বতস্ফূর্ত অংশগ্রহণে আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি।
দীর্ঘ সময় ধরে বিরোধী দল গুলো কে যেভাবে দমন করা হয়েছে সেভাবেই কোঠা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দমন করার অপচেষ্টা করা হয়েছে।
যে কারনে গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হয়েছে। আমরা আশাবাদী একজন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে খুব শীঘ্রই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমরা কোন প্রকার অপৃতিকর ঘটনা ছাড়াই নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাল্লাহ্।