
সাড়াদেশে চলমান বৈষম্য বিরোধী আন্দোলনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩- আগষ্ট) পঞগড় শের ই বাংলা পার্ক চৌরঙ্গি মোরে সকাল আনুমানিক এগারোটা থেকে শুরু হয় এই বিক্ষোভ মিছিল।
বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন স্কুল-কলেজের সাধারণ শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন। অংশগ্রহণ কারী সকলেই শিক্ষার্থীদের পক্ষে নিজের শক্ত অবস্থানের কথা তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
এ সময় সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দিয়ে সরকার এবং এই সরকারের বিভিন্ন বাহিনীর সদস্যদের হাতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ যে পরিমাণ নির্যাতিত হয়েছে তার উল্লেখযোগ্য ঘটনাবলী নিয়ে বক্তব্য রাখেন সাধারণ শিক্ষার্থীরা।
পাশাপাশি সড়কের উপর বাঁশ দিয়ে অস্থায়ী ব্যারিকেড তৈরি করে জেলা শহরের প্রধান প্রবেশ মুখ বন্ধ করা হয়। দুপুরে জোহরের নামাজের বিরতির আগ মুহূর্ত পর্যন্ত কোন প্রকার অপৃতিকর ঘটনা ছাড়াই আন্দোলন চলমান ছিল।