
বরগুনার আমতলী স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি (আরইআরএমপি-৩) শীর্ষক প্রকল্পের আওতায় বাস্তবায়িত নারী কর্মীদের জমাকৃত সঞ্চয় ফেরত এর চেক ও সনদপত্র প্রদান করা হয়েছে। রবিবার (২৮ জুলাই) সকালে উপজেলা স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি)’র পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণা কর্মসূচি (আরইআরএমপি -৩) এর নারী কর্মীদের মাঝে তাদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদ বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, উপসহকারী প্রকৌশলী নিজাম উদ্দিন সহ অফিসের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী।এসময় উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন এসময় দুস্থ্য নারীদের উদ্দেশ্যে বলেন, তিলে-তিলে করে জমানো এই সঞ্চায় অপচয় করলে হবে না, এই সঞ্চয় আপনাদের ভবিষ্যৎ। হাঁস-মুরগী ও গরু-ছাগল পালনের পাশপাশি ব্যাংকে জমা রেখে প্রয়োজনের সময় উত্তোলন করে কাজে লাগানোর পরামর্শ দেন তিনি।পরে তাদের সঞ্চয় করা টাকার জনপ্রতি ১ লাখ ২১ হাজার ৯ শত করে মোট ৭০ জন নারীকে চেক ও সনদপত্র তুলে দেন অতিথিরা।