
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ৪ জন অভিভাবক সদস্য প্রার্থী। আজ ২৫ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় পাঁচবিবি প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজনের মাধ্যমে এই নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর একযোগে ঘোষণা দিলেন অভিভাবক সদস্য নোমান হোসেন, গোলাম মোস্তফা, মাসুম আলম ও আসাদ আলী। উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনারা বলেন, গত ২৬ জুন ২০২৪ তারিখে বাগজানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন এর তফশীল ঘোষণা হলে উক্ত নির্বাচনে অভিভাবক সদস্য পদে নির্বাচন করতে আগ্রহী হই। গত ২ জুলাই ২০২৪ তারিখে বিধি মোতাবেক আমাদের মনোনয়নপত্রও দাখিল করি। যা যাচাই-বাচাই অন্তে ৩ জুলাই ২০২৪ তারিখে বৈধ্য ঘোষণা করা হয়। আমরা নির্বাচন প্রচারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছিলাম। এমতাবস্থায় কারো দ্বারা প্ররোচীত না হয়ে আমাদের পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে স্বেচ্ছায়-স্বজ্ঞানে আমরা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত গ্রহণ করি। এ ব্যাপারে উক্ত ৪ জন অভিভাবক সদস্য উপজেলা নির্বাহী অফিসার, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও বাগজানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর একটি আবেদনপত্র ও অনুলিপিপত্র প্রেরণ করেন।