
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাতের ঘটনায় আজ শুক্রবার রাজধানীর রামপুরা-বাড্ডা এলাকায় তিন ব্যক্তি নিহত হয়েছেন। হাসপাতাল সূত্রে এই তথ্য জানা গেছে।
নিহত তিনজন হলেন আবদুল গনি, রাকিব ও রাসেল। আবদুল গনি (৪৫) ও রাকিবকে (২২) আজ দুপুর দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরীক্ষা শেষে দুপুর ২টা ২০ মিনিটে তাঁদের মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অন্যদিকে রাসেলকে মৃত ঘোষণা করা হয় রামপুরার ফরাজী হাসপাতালে।
আবদুল গনিকে বাড্ডা থেকে হাসপাতালে আনা হয়। ছেলে আল আমিন বলেন, তাঁর বাবা গুলশানের একটি হোটেলে স্যানিটারি মিস্ত্রির কাজ করতেন। আজ সকালে উত্তর বাড্ডার বাসা থেকে বের হন। পরে তাঁরা তাঁর গুলিবদ্ধ হওয়ার খবর পান।