ঢাকা, বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
চৌমুহনীতে হাজী কাচ্চি বিরিয়ানি হাউজের বিরুদ্ধে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগ
কালিয়ায় সেনা অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা সহ আটক ৬
পাবিপ্রবির নির্মাণাধীন ভবন থেকে অর্ধগলিত এক আনসার সদস্যদের লাশ উদ্ধার
কবরস্থান দখল করে দালান নির্মাণের অভিযোগ
দৈনিক খবরের আলোর অফিসের সামনে সন্ত্রাসীদের মহড়া
ঘুরতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩
মহানবী হজরত মুহাম্মদ (স:)এর জীবনী
ভারতে পাচারের শিকার ৬ বাংলাদেশি নারীকে ৫ বছর পর দেশে ফেরত
বাগমারা ইজরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশে পণ্য বর্জনের আহ্বান
নড়াইলের হাসিম মোল্যা হত্যা মামলার ৮ আসামি গ্রেফতার
রূপগঞ্জে পূর্বাচল টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২৩ বছর পর পবিপ্রবিতে শিক্ষার্থীদের স্বপ্নের ‘মুক্তমঞ্চ’ “সংস্কৃতি চর্চায় খুলছে নতুন দিগন্ত”
বাড্ডা থানা যুবলীগের আহবায়ক গলাকাটা কাউসার গ্রেফতার
ডিজিটাল স্বাস্থ্যসেবা,কর্মমুখী প্রশিক্ষণ ও রেশন পরিবহন ব্যবস্থার প্রবর্তন করলো আনসার

আপন ভাগ্নে-ভাগ্নিকে গলা কেটে হত্যার দায়ে মামার ফাঁসির আদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভগ্নিপতির সঙ্গে টাকা লেনদেনের ক্ষোভে ভাগ্নে-ভাগ্নিকে গলা কেটে হত্যার ঘটনায় মামা বাদল Energy মৃত্যুদন্ড দিয়েছে আদালত। ১৮ জুলাই ২০২৪ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আব্দুল হান্নান এই রায় ঘোষণা করেন। রায়ে মৃত্যুদন্ডের পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি বাদল মিয়া কুমিল্লা জেলার হোমনা উপজেলার খুদাদাউদপুর গ্রামের মৃত আব্দুর রবের ছেলে। খুনের শিকার শিফা আক্তার (১৪) ও তার ছোট ভাই মেহেদি হাসান কামরুল (১০) বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের সাহেবনগর গ্রামের কামাল হোসেনের সন্তান।

মামলার বিবরণে জানাযায়, বাদল বাহরাইনে থাকাকালে দোকানঘর করতে তার ভগ্নিপতি কামালের কাছ থেকে ১৩ লাখ টাকা ধার নেয়। এর মধ্যে তিন লাখ টাকা ফেরত দিলেও বাকি ১০ লাখ টাকা ফেরত না দেয়ায় তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। এনিয়ে কামাল বাদলকে থাপ্পড় মাড়ে। এতে বাদল ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নিতে ২০২০ সালের ২৪ আগস্ট দুপুরে ভগ্নিপতির বাড়িতে তার থাকার কক্ষে উচ্চস্বরে গান বাজিয়ে ভাগ্নে মেহেদী হাসান কামরুল ও ভাগ্নি শিফাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যাই পরে ২৬ আগস্ট ঢাকার সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ব্যাপারে আসামি পক্ষের আইনজীবী মোফাক খায়রুল ইসলাম (কাজল) আদালতে সাক্ষী প্রমান ঠিকভাবে না নিয়ে বিচারের রায় দেওয়াতে অসন্তুষ্ট প্রকাশ করেন উচ্চ আদালতে আপিলের সুস্থ বিচার পাবে বলে আশাবাদী এআইনজীবী।

ব্রাহ্মণবাড়িয়া আদালত পুলিশের পরিদর্শক কাজী দিদারুল আলম বলেন, স্বাক্ষ্য প্রমাণশেষে বিজ্ঞ আদালত দ্রুত এই মামলার রায় দিতে সক্ষম হয়েছেন।

এ ব্যাপারে জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের এপিপি রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট দ্বীন ইসলাম বলেন দীর্ঘ চার বছর শুনানি শেষে আজ যথেষ্ট সাক্ষী প্রমাণ উপস্থাপন করে আজ রাই হয়েছে এভাবে সত্য এবং ন্যায় বিচার পাইলে দেশে অপরাধ অন্যায় কমে যাবে এবং অপরাধীরা এ ধরনের ঘটনা ঘটাতে আর সাহস পাবে না আল্লাহর দরবারে আমি লাখো লাখো শুকরিয়া জানাই মামলার সততা উদঘাটন করে আজ সর্বোচ্চ রায় দেওয়াতে আমি রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে সন্তুষ্টতা প্রকাশ করছি।

শেয়ার করুনঃ