
কিছু বহিরাগত মারমুখী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে পুলিশের ওপর চড়াও হয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে। তাদেরকে ছত্রভঙ্গ করতে কিছু সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়েছে।
বুধবার (১৭ জুলাই) রাত পৌনে ৮টার দিকে টিএসসিতে ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম মেহেদী হাসান সাংবাদিকদের এ ক্কথা জানান।
তিনি বলেন,রাজু ভাস্কর্যসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী। বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে পুলিশ যা করছে সবকিছু বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে করছে পুলিশ।
পুলিশ হলের ভেতরে গিয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন,কোনো পুলিশ সদস্য হলের ভেতর প্রবেশ করেনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন সন্ধ্যা ৭টার মধ্যে হল ত্যাগের নির্দেশনা দিয়েছে সকল শিক্ষার্থীকে। সাধারণ শিক্ষার্থীরা চলে গেছে,এখনও কেউ কেউ যাচ্ছে। হল ছেড়ে যাওয়া শিক্ষার্থীদের সহযোগিতা করছে পুলিশ, তারা নির্বিঘ্নে চলে যাচ্ছে।
রাতেও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ থাকবে কি-না জানতে চাইলে ডিএমপির এই কর্মকর্তা বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন,যেভাবে,যতটুকু সহযোগিতা চাইবে আমার সহয়তাটুকুই দেবো। পরবর্তীতে কি ব্যবস্থা নেওয়া হবে সেটিও বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্দেশনা দেবে।
যেহেতু বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে সেহেতু বিশ্ববিদ্যালয়ে কোথাও আর জমায়েত হওয়ার সুযোগ নেই বলেও উল্লেখ করেন যুগ্ম-পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান।
ডিআই/এসকে