
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান মোরেলগঞ্জ লতিফিয়া ফাজিল মাদ্রাসা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। মাদ্রাসাপর্যায়ে ২০২৪এ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছে।
১৬ই জুলাই মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসন ও মাধ্যমি
শিক্ষা অফিসের আয়োজনে পুরস্কার ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে পজেলা নির্বাহী অফিসার এস.এম.তারেক সুলতান এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস. এম সাইফুলআলম এর সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুন্দরবন সাবসেক্টরের যুদ্ধকালীন কমান্ডার, উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
অনুষ্ঠানে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ এবং জাতীয় শিক্ষা সপ্তাহে নির্বাচিত শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষকসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়েছে।
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. রাসেল হাওলাদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আব্দুল্লাহ আল জাবির, প্রমুখ।শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মোরেলগঞ্জ লতিফিয়া ফাজিল মাদ্রাসা উপজেলা পর্যায়ে মাদ্রাসা পর্যায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে এবং মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা মোঃ রুহুল আমিন খান (কামিল/এম.এ)বাগেরহাট জেলা পর্যায়ে মাদ্রাসা স্তরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান-২০২৩ প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন, ২০২৪ইংশ্রেষ্ঠ শিক্ষক মোরেলগঞ্জ লতিফিয়া ফাজিল মাদ্রাসার সরকারি অধ্যাপক মাওলানা জহিরুল ইসলাম,এছাড়াও শ্রেষ্ঠ শিক্ষার্থী,আমতলী কামিল মাদ্রাসার আলিম ২য় বর্ষের ছাত্রী সাওদা আমিন রুহী।
জাতীয় শিক্ষা সপ্তাহে শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে ১ম স্থান সহ বিভিন্ন পুরস্কার লাভ করে।মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল লতিফ ( রা:) সাহেব।।স্বাধীনতা পরবর্তী সময়ে জাতির জমক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষা বিস্তারের জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেন, তার আলোকে ১৯৭২ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠা লাভ করে ।মোরেলগঞ্জ লতিফিয়া ফাজিল মাদ্রাসাটির পাবলিক পরীক্ষায় গোল্ডেন অ+ সহ পাশের হার ৯৮% থেকে ১০০%। প্রতিবছর জেডিসি. দাখিল আলিম ও ফাজিল পরীক্ষায় শিক্ষার্থীরা মেধা বৃত্তি লাভ করে থাকে।