
দেশব্যাপী আন্দোলনের নামে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযোদ্ধাদের চেতনা বিরোধী কার্যক্রমের প্রতিবাদ ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড পঞ্চগড়।মঙ্গলবার ১৬ জুলাই সকালে পঞ্চগড় চৌরঙ্গী মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই.মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করে। এ সময় উপস্থিত বক্তাগণ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে রাজাকারের ভূমিকা, তৎকালীন পরিস্থিতি সম্পর্কে বক্তব্য দেওয়ার পাশাপাশি স্বাধীনতা বিরোধী ও মুক্তিযুদ্ধ বিরোধীদের দেশ ছেড়ে চলে যেতে এবং যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলে সেই সকল শিক্ষার্থীদের পাকিস্তানের কোন ভার্সিটি থেকে পড়াশোনা করতে বলা হয়। একটা রক্ত ক্ষয়ী সংঘর্ষে মধ্য দিয়ে অনেক ত্যাগ ও আত্মদানের মধ্য দিয়ে আমরা আজকের এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। সহজেই মুখ দিয়ে অনেকেই অনেক কিছু বলতে পারতেছি। কিন্তু যাদের আত্মত্যাগ ও জীবনের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা তাদের সম্মানটুকু দিতে যারা দ্বিধা সংকোচ করে তাদের এই স্বাধীন দেশে বসবাস করার কোন অধিকার নেই পরিশেষে (তুমি কে আমি কে – বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা – পদ্মা মেঘনা যমুনা, মুক্তিযুদ্ধের হাতিয়ার- গর্জে উঠুক আরেকবার) স্লোগানের মধ্য দিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সমাপ্ত ঘোষণা করা হয়।