
ডেস্ক রিপোর্ট: আজ সম্মিলিত সামাজিক আন্দোলন সভাপতি অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন নির্বাহী সভাপতি অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও সাধারন সম্পাদক সালেহ আহমেদ বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে বলা হয়, কোটা সংস্কার আন্দোলন কে ঘিরে উদ্বুদ্ধ পরিস্থিতে আমরা উদ্বিগ্ম, আমরা সংঘাত নয় দ্রুত এর সমাধানের দাবি জানাচ্ছি। সরকারি চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে গড়ে উঠা সভা-সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর সহনীয় অবস্থানের ফলশ্রুতিতে সাধারণ মানুষের সাথে আমরাও আশাবাদী হয়ে উঠি বিষয়টির একটি শান্তিপূর্ণ সমাধানের পথে এগুচ্ছে। বিষয়টি আদালতের এখতিয়ারের ফলে একটি যৌক্তিক সমাধানের পথ প্রশ্বস্থ হয়েছে বলে আমরা মনেকরি। মাননীয় প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের কথা কে পূঁজি করে কতিপয় তরুন-তরুনির মুক্তিযুদ্ধ বিরোধী ঘৃণিত রাজাকার শব্দের ব্যবহার আমাদের বিবেচনায় খুবই ন্যাক্কারজনক ও নিন্দনীয়। আমরা আরো মনেকরি এর পেছনে মুক্তিযুদ্ধের বিরোধী অপশক্তির সংশ্লিষ্টতা সামনে আসতে শুরু করেছে। আমরা কোটা আন্দোলন রতদের পারস্পরিক সাংঘর্ষিক অবস্থান অবিবেচনার ফসল বলে আমরা মনেকরি। আমরা দ্রুত সময়ে বিদ্যমান কোটার সময়োপযোগী সংস্কারের দাবি জানাচ্ছি এবং সকল মহলে সংঘাত সহিংসতার পথ পরিহার করার আহবান জানাই।