
বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ ও বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা র্বাষিকী উপলক্ষে ১৩ জুলাই শনিবার বিকেলে চলমান র্কাযক্রমের অংশ হিসেবে চর্তুথ দফায় বঙ্গবন্ধুশিশুকিশোর মেলা দিনাজপুর জেলা শাখার.আয়োজনে শহরের রাজবাটী র্গভেশ্বরী শ্মশান ঘাট চত্বরে এলাকার শিশুকিশোরদের মাঝে ২ শতাধিক আম ও কাঁঠাল গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ র্কমসূচির উদ্বোধন করা হয়েছে।উক্ত অনুষ্ঠানে বঙ্গবন্ধুশিশুকিশোর মেলা জেলা শাখার সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক শাজাহান নোভেলের সভাপতিত্বে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জুবিলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও র্গভেশ্বরী শ্মশান সংস্কার কমিটির সভাপতি দেবাশীষ ভট্টার্চায, এফপিএবি’র জেলা র্কমর্কতা মোঃ শাহিনুর ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বঙ্গবন্ধুশিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট শিশুসংগঠক মোঃ মনিরুজ্জামান জুয়েল, দিনাজপুর পৌরসভার সাবেক কমিশনার হারুনুর রশিদ রাজা, ৬নং ওর্য়াড আওয়ামী লীগের আহবায়ক ও র্গভেশ্বরী শ্মশান সংস্কার কমিটির সাধারণ সম্পাদক মিহির ঘোষ, ছাত্রলীগের সাবেক নেতা বজলার, র্মজিনা তনু, এছাড়াও উক্ত
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনীল দাস, চন্দন ভট্টার্চায, অনিল দাস, পিংকি গোস্বামী, চন্দন ঘোষ, সুব্রত ঘোষ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বন্ধবন্ধু শিশুকিশোর মেলা জেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ ঘোষ।