
পটুয়াখালীর দুমকি উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান হলেন নাজমুন নাহার শিরিন। সুত্রে জানা গেছে, এ উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ফেইসবুকে পোস্ট দিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান বানালেন ফরিদা ইয়াসমিন কে।
১১ জুলাই বৃহস্পতিবার দুমকি উপজেলা চেয়ারম্যানের সাথে এ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ নিয়ে উক্ত উপজেলা চেয়ারম্যান তার নিজ আইডি ফেইসবুকে লেখেন ১১/০৭/২০২৪ দুমকি উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মোঃ কাওসার আমিন হাওলাদার ও ভাইস চেয়ারম্যান মাইনুল ইসলাম রুবেল, মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা ফরিদা ইয়াসমিন,, দুমকি উপজেলার প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষকের সাথে মতবিনিময় সভা, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ কাউসার আমিন হাওলাদার, ও সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ শাহিন মাহমুদ। উক্ত চেয়ারম্যানের নিজ আইডি ফেইসবুকে দেয়া এ পোস্টে মোঃ রহুল আমিন হাওলাদার নামে এক ব্যক্তি কমেন্ট করে লেখেন লেখায় ভুল আছে মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন এখন নেই। তার এ পোস্টে এ প্রতিবেদক কমেন্ট করেন লেখায় ভুল হয়েছে। বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যানের নাম নাজমুন নাহার শিরিন হবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এ চেয়ারম্যানের নিজ আইডি ফেইসবুকে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যানের নাম সংশোধন হয়নি। এ বিষয় জানতে দুমকি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এর মুঠোফোনে কয়েক বার কল দিলেও প্রতিবারই তার ফোন কল ব্যাস্ত পাওয়া যায়। এ জন্য তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।