
শুক্রবার সকাল ১১ টায় কপিলমুনি প্রেসক্লাব মিলনায়তনে জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। কপিলমুনি প্রেসক্লাবের সভাপতি জি এম হেদায়েত আলী টুকুর সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক মিলন দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রেসক্লাবের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিন্ধান্ত গৃহীত হয়েছে। তন্মধ্যে প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে স্মরনীকা প্রকাশ, নতুন সদস্য নিয়োগ ও বিবিধ নানান বিষয়ে আলোকপাত করা হয়। পাশাপাশি সভায় প্রেসক্লাব সংশ্লিষ্ট সাংবাদিকদের সাংবাদিকতায় আরো সক্রিয় ভূমিকা পালন করার জন্য অনুরোধ জানান নেতৃবৃন্দ। উক্ত সভায় উপস্থিত ছিলেন, কার্যকরী পরিষদের সহ-সভাপতি মুন্সী রেজাউল করিম মহব্বত, যুগ্ন-সাধারণ সম্পাদক জি এম আসলাম হোসেন, কোষাধক্ষ্য জি এম মোস্তাক আহমেদ, নির্বাহী সদস্য জি এম হাসান ইমাম ও এস এম লোকমান হেকিমসহ সাধারণ সদস্য, আজীবন সদস্য, দাতা সদস্য ও সহযোগী সদস্যবৃন্দ।