
কেয়ার বাংলাদেশের কারিগরি সহযোগীতায় এসকেএস ফাউন্ডেশনের প্রদৃপ্ত প্রকল্পের আয়োজনে সুন্দরগন্জের কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদ হল রুমে ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি অভিযোজন পরিকল্পনা ( ক্যাপ) বাস্তবায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ জুলাই দুপুরে চেয়ারম্যান জনাব মানোয়ার আলম সরকারের সভাপতিত্বে, প্যানেল চেয়ারম্যান মোঃ তাজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রদৃপ্ত প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর রেখা রানী সরকার, ইউপি সচিব পরেশ চন্দ্র চৌহান, এফ এফ লুবনা ইয়াসমিন সুন্দরগঞ্জ উপসহকারি কৃষিকর্মকর্তা হিমাংশু কুমার মিলন সহ আরও অনেকে।
সভায় কঞ্চিবাড়ি ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্টেক হোল্ডার, কবি ও সাংবাদিক সাইফুল আকন্দ, স্বপন কুমার, তানভীর হক অপু, স্বেচ্ছাসেবক মোকছেদুল ইসলাম, আনিসুর রহমান, ইউনিয়নের মেম্বার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।