
মুন্সীগঞ্জে শ্রীনগরের আটপাড়া ইউনিয়নের কল্লীগাও এলাকায় রাস্তা বানানোর নাম করে বালু দিয়ে ফসলি জমি ভরাট করা হচ্ছে।সরকারি নির্দেশনা উপেক্ষা করে শ্রীনগর উপজেলার অধিকাংশ ইউনিয়নে বালু দিয়ে তিন ফসলি জমি ভরাটের মহোৎসব চলছে। এতে একদিকে যেমন বিলুপ্ত হচ্ছে কৃষি জমি, অন্যদিকে পরিবেশের ভারমান্য নষ্ট হচ্ছে। তবে এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করছেন স্থানীয় প্রশাসন ও ভূমি অফিসের কর্মকর্তারা। সরজমিন গিয়ে দেখা যায়, উপজেলার আটপাড়া ইউনিয়নের কল্লীগাঁও মসজিদের সামনে ইফেল খন্দকারের প্রায় ৫০ শতাংশ একটি ফসলি জমি মাহিন্দ্রা যুগে বালু দিয়ে ভরাট করা হচ্ছে। এই ফসলি জমি মাহিন্দ্রা দিয়ে ভরাটের কাজ করছে ঠিকাদার টেক্কা এলাকার আবু সাঈদ। নিয়ম-নীতির তোয়াক্কা না করে নিজেদের ইচ্ছা মতো কৃষিজমিতে বাঁধ দিয়ে বালু ফেলে ভরাট করা হচ্ছে। এতে এক দিকে ক্ষতি হচ্ছে কৃষকদের আরেক দিকে ক্ষতি হচ্ছে ফসলি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে।এ বিষয়ে জমির মালিক ইফেল খন্দকার এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি রাস্তা নির্মাণ করতেছি জমি ভরাট করতেছি না তবে পরবর্তী করবে। আমি মুন্সীগঞ্জে আছি এ বিষয়ে আপনার সাথে পরে কথা হবে। ঠিকাদার আবু সাঈদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এই জমি ভরাট করছে ইফেল খন্দকার সাবেক উপজেলা চেয়ারম্যান সাহেবের শালা লাগে। আমি আর কিছু জানি না। সিংপাড়া ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা কৃষ্ণ কুমার পাল বলেন, আমি বিষয়টি জানতে পারলাম বৃষ্টি কমলে ঘটনা স্থলে গিয়ে ব্যবস্থা নিচ্ছি।