
সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে জামালপুর -দেওয়ানগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার (৭ জুলাই) বেলা ১১টার দিকে জামালপুর -দেওয়ানগঞ্জ সড়কের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় সড়কটিতে আটকা পড়ে অসংখ্য যানবাহন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত মহাসড়ক অবরোধ করা শিক্ষার্থীরা, কোটা বাতিলের ২০১৮ সালের পরিপত্র বহালের দাবি জানান। পাশাপাশি সরকারি চাকরিতে মেধা ভিত্তিক নিয়োগের দাবি জানান। অন্যথায় তাদের এই চলমান আন্দোলন আরও কঠোরভাবে চালিয়ে যাবার ঘোষণা দেন।