
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন দেওয়ান (৩৪) কে প্রকাশ্য দিবালোকে হত্যা করেছে তার চাচা ও চাচাতো ভাইয়েরা। রোববার (৭ জুলাই) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার পাঁচগাও ওয়েদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচগাও ওয়েদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে ভোট প্রয়োগ করা কে কেন্দ্র করে চেয়ারম্যান সুমনের চাচা ও তার চাচাতো ভাই নূর মোহাম্মদ ভোলা, কাউসার এদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চেয়ারম্যান সুমনের উপর অতর্কিত হামলা ও গুলি চালায় তারা। এ ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। এ বিষয়ে টঙ্গিবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্ল্যা শোয়েব আলী বলেন, ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে তুমুল বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরেই এন ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। হত্যা কান্ডের ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে।