
পটুয়াখালীর আঙ্গারিয়া ইউপির চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। ৩ জুলাই বুধবার সকাল সাড়ে ১০টায় এ উপজেলার আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়াও একই সময় চেয়ারম্যানের বাড়ির সামনে উক্ত দাবীতেও মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় উভয় যায়গায় আঙ্গারিয়া ইউনিয়নবাসির আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে পালন করা হয়। উক্ত বিক্ষোভপূর্ব সমাবেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, দুমকী উপজেলা শাখার সহ- সম্পাদক সুজন জোমাদ্দার, জেদ্দা আওয়ামী লীগের সদস্য সেলিম শিকদার, বাংলাদেশ আওয়ামী লীগ, আঙ্গারিয়া ইউনিয়ন শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক আবু জাফর জোমাদ্দার, বাংলাদেশ ছাত্রলীগ, দুমকী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক সোহেল শরীফসহ আওয়ামীলী ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা তাদের বক্তব্য বলেন, জেলেদের মাঝে সরকারি চাল বিতরণকে কেন্দ্র করে আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মর্তুজা শুক্কুর’র বিরুদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। পাশাপাশি একটি কুচক্রী মহল সামান্য একটা বিষয়কে চুনকালি মেখে নোংরা রাজনীতির পরিচয় দিচ্ছেন বলে বক্তারা বলেন।