
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলবার (২৫ জুন) বিকেল তিনটায় গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠ স্বাধীনতা মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি একেএমএ আউয়াল।
প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কানাইলাল বিশ্বাস, সম্মানিত অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং পৌর মেয়র মোঃ হাবিবুর রহমান মালেক। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান খালেক, জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হ্যাপি , বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ইসহাক আলী খান পান্না বাংলাদেশ কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্জ আজম খান , এ ছাড়াও উক্ত আলোচনা সভায় আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ সময়ে প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল মাননীয় প্রধানমন্ত্রীকে বিশ্বনেত্রী হিসেবে সম্বোধন করেন এবং তার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের দিক তুলে ধরেন।