
নড়াইলে চিত্রা নদীতে গোসলে নেমে আসমাউল মীর (১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২৫ জুন) দুপুরে নড়াইল পৌর এলাকার উজিরপুর গ্রামে চিত্রা নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় সে। এই রিপোর্ট লেখা পর্যন্ত তার কনো সন্ধান পাাওয়া যায়নি।
নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন। নিখোঁজ আসমাউল মীর উজিরপুর গ্রামের বিল্লাল মীরের ছেলে।
স্থানীয়রা জানায় মঙ্গলবার বেলা ১২টার দিকে দুই বন্ধুর সাথে আসমাউল মীর চিত্রা নদীতে গোসল করতে যায়। তিনজন মিলে প্রায় দশ মিনিট একসাথে গোসল করে। পরে আসমাউল মীর পানিতে ডুব দিয়ে আর উপরে উঠে আসেনি।
অপর দুইজন তাকে কিছু সময় খুঁজে না পেয়ে বাড়িতে খবর দেয়। পরে পরিবারের লোকজন নড়াইল ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। পরে তারা দুপুর তিনটার দিকে এসে উদ্ধার কার্যক্রম শুরু করে।