
রাজশাহীর তানোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী ও পরিবার প্রধানসহ ৩শ’ ৪৪ জনকে এককালীন ২ হাজার টাকা করে ৬লাখ ৮৮ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। এর মধ্যে ১শ’ ৯৮জন ছাত্র-ছাত্রীকে এককালিন ২ হাজার টাকা করে উপবৃত্তি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী ১শ’ ৪৬ জন পরিবার প্রধানকে এককালিন ২ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। সোমবার বিকালে তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব অনুদানের অর্থ বিতরণ করে রাজশাহী-১( তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ ওমর ফারুক চৌধুরী। তানোর উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।
তানোর উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মাদ হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, তানোর উপজেলা আ’ লীগ সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার প্রমুখ। এসময় তানোর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও (আদীবাসী) ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুবিধা ভোগীরা উপস্থিত ছিলেন। সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী উপকার ভোগীদের প্রতিজনকে নাস্তা খরচ যাতায়াত বাবদ ৫০ টাকা করে প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্য সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী সকলকে বেশি বেশি করে গাছ লাগানোর পরামর্শ দেন।