
ফরিদপুর সদর রাজবাড়ী রাস্তার মোড়ে ট্রাকে পিষ্ট হয়ে রোকেয়া বেগম (৪৫) এক নারীর মৃত্যু হয়েছে।
আজ সোমার সকাল সাড়ে আটায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মহিলা ফরিদপুর সদরের ১নং সড়ক গোয়াল চামট শেখ নাছির শেখের স্ত্রী, তিনি সদর উপজেলা পরিষদের পিয়নের চাকুরি করতেন।
জানাযায়,যশোর গামি ট্রাক ফরিদপুরে উদ্দেশ্যে আসার পথে রাজবাড়ি রাস্তার মোড়ে আসলে রোকেয়া বেগম রিক্সায় করে অফিসের উদ্দেশ্যে যাওয়ার পথে রাস্তার পাশে থাকা রেলিংয়ে রিক্সার ড্রাইভার ধাক্কা লাগালে রিক্সা থেকে পড়ে ট্রাকের নিচে চলে যায়,এবং ঘটনা স্থানে রোকেয়া বেগমের মৃত্যু হয়। ট্রাকটি কে আটক করা হয়েছে।