
রামু উপজেলার গর্জনিয়া পুলিশ ফাঁড়ির অভিযানে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে। তার নাম মোস্তাক আহমদ (৪৫),সে কচ্ছপিয়া ইউনিয়নের দোছড়ি উত্তর কুল গ্ৰমের পিতা মৃত ছিদ্দিক আহমদের ছেলে।
পুলিশ জানায় বৃহস্পতিবার (২০ জুন) বিকালে ফাঁড়ির নবাগত আইসি (ইন্সপেক্টর) মোঃ ফরহাদ আলীর দিকনির্দেশনায় এস আই মিঠুন ও এ এস আই রুবেলের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে দোছড়ি উত্তর কুল এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হন। এ বিষয়ে নবাগত আইসি ফরহাদ আলী সাংবাদিকদের জানান আমি সবে মাত্র যোগদান করেছি অপরাধী যেই হোক ছাড় দেওয়া হবে না। এসময় তিনি চোর, ডাকাত, সন্ত্রাসী ও মাদক কারবারিদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন।