
রাজাপুর মানব কল্যাণ সোসাইটির গরিব ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (১৫ জুন) একঝাক তরুন,গরিব ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা তুলে দেন। এই তরুনদের মধ্যে উপস্থিত ছিলেন মো.ফাহিম জমাদার,মো.রাজু হাওলাদার,মো.করিম খালাসী,মো.তাকবীর ডালি,মো. রাব্বি সরদার,মো.কাউসার সরদার,মো.সুমন বকাউল, মো.আলামিন জমাদার,মো.সুলতান সরদার,মো. মাইনউদ্দিন,মো.রিয়াজ সরদার প্রমুখ।
এসময় প্রত্যেক পরিবারকে সেমাই,চিনি,সাবান ইত্যাদি প্রদান করা হয়।