
গত ১৪ জুন ২০২৪ (শুক্রবার) জেলা প্রশাসন, খুলনা এর উদ্যোগে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ এর সমাপনী অনুষ্ঠান খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ভূমিসেবা সপ্তাহ উদযাপনে এবারের প্রতিপাদ্য ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’।সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক জনাব মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক, (রাজস্ব) জনাব মুকুল কুমার মৈত্র, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ নাজমুল হুসেইন খাঁন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মীর আলিফ রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব তাছলিমা আক্তার।এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।