
আসন্ন পবিত্র ‘ঈদ-উল-আযহায়’ নৌপথে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা ও পশুবাহী নৌযানের চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে নৌ পুলিশ আপনাদের পাশে রয়েছে-আইজিপি,বাংলাদেশ পুলিশ
বৃহস্পতিবার (১৩ জুন) সদরঘাট লঞ্চ টার্মিনালে ঈদ যাত্রার সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
আসন্ন পবিত্র ঈদ -উল- আযহা উপলক্ষে নৌপথে জনগণের ঈদযাত্রা এবং কোরবানির পশুবাহী নৌযানের চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন করতে দেশব্যপী নৌ পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। নৌ পথ ও নদী কেন্দ্রিক পশুর হাটের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে আজ সদর ঘাট লঞ্চ টার্মিনালে পবিত্র ঈদ কে কেন্দ্র করে নৌ পুলিশের এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন সম্মানিত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ,বাংলাদেশ জনাব চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন,এসময় অতিরিক্ত আইজি(ক্রাইম এন্ড অপারেশন্স) মো.আতিকুল ইসলাম, নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মোহা.আবদুল আলীম মাহমুদ ,ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পুলিশ হেডকোয়াটার্স,ডিএমপি,র্যাব ও নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পুলিশ প্রধান নৌ পুলিশের অতিরিক্ত আইজিপিসহ সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে সদর ঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে দেখেন এবং নৌ যাত্রীদের সেবায় নৌ পুলিশের গৃহীত বিভিন্ন নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন।
লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে বাংলাদেশ পুলিশ প্রধান নৌ পুলিশ কন্ট্রোল রুমে সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন।
সেখানে বাংলাদেশ পুলিশের আইজিপি তাঁর বক্তব্যে বলেন,”নৌ পথে যাত্রী,পন্য এবং পশু পরিবহনে নৌ পুলিশ দেশব্যপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। যাত্রীবাহী এবং পশুবাহী নৌযান সমূহ যাতে কোন হয়রানীর শিকার না হয় তাঁর জন্য নৌপথে টহলের সংখ্যা বাড়ানো হয়েছে। সকল গুরুত্বপূর্ণ নৌঘাট ও টার্মিনাল সমূহে নৌ পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এবং জনগনের সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরন করা হচ্ছে।“
তিনি বলেন,” নৌ পথ নিরাপদ রাখতে নৌ পুলিশ স্পীড বোট, ট্রলারসহ বিভিন্ন ধরনের নৌযান নিয়ে নদীতে টহল কার্যক্রম পরিচালনা করছে।নৌ পথে নির্দিষ্ট স্থান ব্যতীত অন্য কোথাও কোন পশুবাহী নৌযান জোরপূর্বক থামানো হলে কিংবা অযথা কোনপ্রকার হয়রানীর শিকার হলে নৌ পুলিশ সেক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। “
তিনি বলেন,”নৌ পথে যেকোন প্রয়োজনে জাতীয় জরুরী সেবা ৯৯৯ অথবা নৌ পুলিশের সহযোগিতা নিন।”
তিনি দেশের আইনশৃঙ্খলা বাহিনী সহ সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় এবারের পবিত্র ঈদ –উল- আযহা নিরাপদ, নির্ঝঞ্ঝাট,স্বস্তিদায়ক এবং আনন্দময় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ডিআই/এসকে