ঢাকা, বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বিমান বাহিনী ঘাঁটির নাম পরিবর্তন
সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় মিথ্যা সাক্ষ্যদাতা আটক
সুন্দরবনে অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড
ফরিদপুরে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বাধন গ্রেফতার
কালীগঞ্জে বিদ্যালয় মাঠে হাট বসানোর পাঁয়তারা
খুলনায় যৌথ অভিযানে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জুয়াড়ি আটক
সারা দেশের ন্যায় মোরেলগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও সমমানের প্রথমদিনের পরীক্ষা
নোয়াখালীতে কিশোর চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
নৌপথে ৭ দিনের অভিযানে ৩ ড্রেজার জব্দ,আটক ১৭২
নড়াইলে ছাত্র আন্দলনে হামলার ৩টি মামলায় ৪৮ জন কারাগারে
বিপুল উৎসাহ উদ্দিপনায় কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
ঘোড়াঘাটে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত মাদক কারবারী ‘আরজন ‘গ্রেফতার
শিক্ষা বিষয়ক বিশেষ প্রবন্ধ: শিক্ষার্থীদের জীবন গঠনে শৃঙ্খলাবোধ
পাঁচবিবিতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ

বিমানে এসে ইয়াবার চালান পাঠান কুরিয়ারে, অতঃপর…

ইয়াবা পাচারকারী দলের নেতা এলেন বিমানে, সাগরেদ পর্যটক এক্সপ্রেস ট্রেনে আর এসএ পরিবহনের কুরিয়ারে বাকি মাদকের চালান।

১২ হাজার পিস ইয়াবাসহ তিনকে গ্রেফতারের পর এ তথ্য জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ জানান,কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পাচারকারী সিন্ডিকেটের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। বিশেষ করে ঢাকার বিভিন্ন প্রবেশপথে সার্বক্ষণিক টহল ও নজরদারি অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মামুনের নির্দেশনায় সূত্রাপুর সার্কেলের পরিদর্শক চান মিয়ার নেতৃত্বে ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের একটি দল গত রোববার থেকে মঙ্গলবার তিনদিন মতিঝিল, বিমানবন্দর এবং মালিটোলা এলাকায় অভিযান চালায়। এ সময় পৃথক অভিযানে ১২ হাজার পিস ইয়াবাসহ পিস তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া অভিযুক্তরা হলেন,ঢাকার দারুসসালামের মো.মোক্তার (৩৭),টেকনাফের বাসিন্দা নুরুল হুদা (৩৮) ও বাগেরহাটের রনি শেখ (৩১)।

যেভাবে অভিযান:

কক্সবাজারের টেকনাফ থেকে ১২ হাজার পিস ইয়াবার একটি চালান ৩টি পৃথক মাধ্যমে ঢাকায় ঢোকার গোপন তথ্য পেয়ে নজরদারি বৃদ্ধি করা হয়। গত রোববার সকালে মতিঝিল থানাধীন বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ের সামনে কক্সবাজার থেকে পর্যটক এক্সপ্রেস ট্রেনে আসা মো.মোক্তারকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে শুঁটকির ব্যাগের ভেতর বিশেষ কৌশলে আনা চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এপিবিএন-১৩ এর সহযোগিতায় পরদিন সোমবার সকালে বিমানবন্দর ১নং টার্মিনালের সামনে থেকে নুরুল হুদাকে (৩৮) চার হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

মোক্তার ও নুরুল হুদার দেওয়া তথ্য বিশ্লেষণ করে আজ বিকেলে ঢাকার নবাবপুর মালিটোলা এলাকায় এসএ পরিবহন প্রা.লি.এ অভিযান চালানো হয়। এসময় পানির মোটরের ভেতর কৌশলে আনা ৪ হাজার পিস ইয়াবাসহ রনি শেখকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সু্ব্রত সরকার বলেন, গ্রেফতার মোক্তার,নুরুল হুদা ও রনি শেখ একটি সংঘবদ্ধ ইয়াবা পাচার চক্রের সক্রিয় সদস্য। নুরুল হুদা চক্রের অন্যতম হোতা। তিনি বিমানে ইয়াবার একটি অংশ নিয়ে আসেন। তার সহযোগীরা ট্রেন ও কুরিয়ার সার্ভিস ব্যবহার করে ইয়াবার বাকি চালান ঢাকায় পাঠায়। চালানটি ঢাকা ও বাগেরহাটে যাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ (সংশোধিত ২০২০) এর সংশ্লিষ্ট ধারায় মতিঝিল ও বিমানবন্দর থানায় দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বংশাল থানায় ১টি নিয়মিত মামলা দায়ের কার্যক্রম চলমান আছে। এই অপরাধের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ