
কুড়িগ্রামের ফুলবাড়ীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামীকে মামলা রুজু’র ৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করলো পুলিশ।
সোমবার (১০ জুন ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া মো.(পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) রুহুল আমীন।
তিনি বলেন,কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউপির ধনীরাম গ্রামের ভিকটিম রশিদা বেগম এর সাথে ৬ বছর পূর্বে ফুলবাড়ী শিমুলবাড়ী মিয়াপাড়া এলাকার মো.রহিমুল হক (৩৬) এর সাথে বিবাহ হয় এবং তাদের ১ টি ৪ বছরের মেয়ে সন্তান আছে। বিয়ের পর থেকেই ভিকটিমের স্বামীসহ শশুরপক্ষের লোকজন ভিকটিমের পিতার নিকট যৌতুক দাবি করে আসছিলো।
এরই ধারাবাহিকতায় গত রবিবার ( ৯ জুন ) বিকালে ভিকটিমকে তার স্বামীসহ শশুরবাড়ির অন্যান্য সদস্যগন যৌতুকের দাবিতে মারপিট করে, এবং মারপিটের এক পর্যায়ে ভিকটিম মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ার সংবাদ ভিকটিমের পিতা জানতে পেরে ভিকটিমকে তাৎক্ষণিকভাবে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যায় এবং ভিকটিম হাসপাতালে মৃত্যুবরন করে।
পরবর্তীতে সোমবার ( ১০ জুন ) ফুলবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু’র ৪ ঘন্টার মধ্যে ফুলবাড়ী থানার একটি চৌকস টিম ফুলবাড়ী থানার মিয়াপাড়া বাজার হতে বিশেষ কৌশলে মূল আসামী ভিকটিমের ঘাতক স্বামী মো.রহিমুল হক (৩৬) কে গ্রেফতার করে।
তিনি আরো বলেন,কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানা এলাকায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার ঘটনায় ঘাতক স্বামীকে মামলা রুজুর ৪০ মিনিটের মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ফুলবাড়ী থানা পুলিশ। কুড়িগ্রাম জেলায় অপরাধ দমনে আমাদের অভিযান অব্যহত রয়েছে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।
ডিআই/এসকে