
লালবাগ থানার ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম ক্বারী মোহাম্মদ লুৎফর রহমান।
শুক্রবার (০৭ জুন ) দিবাগত রাতে ফরিদপুর জেলার সদরপুরের নন্দলালপুর চর এলাকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.মাহবুব-উজ-জামানের সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (লালবাগ বিভাগ) সুজয় সরকার এর নেতৃত্বে ও সহকারী পুলিশ কমিশনার (লালবাগ জোন) মো.ইমরান হোসেন মোল্লা এর সহযোগিতায় লালবাগ থানা পুলিশ অভিযান পরিচালনা করে।
শনিবার ( ০৮ জুন ) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মো.ইমরান হোসেন মোল্লা।
তিনি জানান,ধর্ষণের ঘটনার ভিকটিম ১৫ বছরের কিশোরী। গ্রেফতারকৃত লুৎফর রহমান ভিকটিমের ভাড়াকৃত বাসার মালিক। ভিকটিমের পিতার সাথে পূর্বের পরিচয়ের সুবাদে বাসায় তার আসা-যাওয়া ছিল। এই সুযোগে ভিকটিমকে ফুসলিয়ে একাধিকবার ধর্ষণ করে। ঘটনা জানাজানি হলে লুৎফর রহমান আত্মগোপন করে। এ সংক্রান্তে গত ৬ জুন লালবাগ থানায় একটি ধর্ষণ মামলা রুজু হয়।
তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
সহকারী পুলিশ কমিশনার আরও জানান,গ্রেফতারকৃত ক্বারী মোহাম্মদ লুৎফর রহমান পাসপোর্ট নিয়ে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলো। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ডিআই/এসকে