
স্মার্ট ভূমিসেবা,স্মার্ট নাগরিক প্রতিপাদ্য কে সামনে রেখে ভূমিসেবা সপ্তাহ ২০২৪ উপলক্ষে নড়াইলে ভুমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। শনিবার (৮ জুন) সকাল ১১টায় নড়াইল জেলা প্রশাসন ও সদর উপজেলা রাজস্ব প্রশাসন এর আয়োজনে, সদর উপজেলা ভুমি অফিস চত্বর থেকে একটি র্যালী বের হয়। পরে জেলা প্রশাসক আশফাকুল হক চৌধুরী বেলুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন। এসময় অতিরুক্ত জেলা প্রশাসক মোঃ জুবায়ের হোসেন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন আক্তার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আঞ্জুমান-আরা, সদর উপজেলা সহকারী ভুমি কমিশনার দেবাষীশ অধিকারীসহ বিভিন্ন ইউনিয়নের ভূমি কর্মকর্তা গন, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। পরে ভুমি সেবার নানান ডেস্ক ঘুরে দেখেন অতিথিরা।