ঢাকা, বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
চৌমুহনীতে হাজী কাচ্চি বিরিয়ানি হাউজের বিরুদ্ধে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগ
কালিয়ায় সেনা অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা সহ আটক ৬
পাবিপ্রবির নির্মাণাধীন ভবন থেকে অর্ধগলিত এক আনসার সদস্যদের লাশ উদ্ধার
কবরস্থান দখল করে দালান নির্মাণের অভিযোগ
দৈনিক খবরের আলোর অফিসের সামনে সন্ত্রাসীদের মহড়া
ঘুরতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩
মহানবী হজরত মুহাম্মদ (স:)এর জীবনী
ভারতে পাচারের শিকার ৬ বাংলাদেশি নারীকে ৫ বছর পর দেশে ফেরত
বাগমারা ইজরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশে পণ্য বর্জনের আহ্বান
নড়াইলের হাসিম মোল্যা হত্যা মামলার ৮ আসামি গ্রেফতার
রূপগঞ্জে পূর্বাচল টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২৩ বছর পর পবিপ্রবিতে শিক্ষার্থীদের স্বপ্নের ‘মুক্তমঞ্চ’ “সংস্কৃতি চর্চায় খুলছে নতুন দিগন্ত”
বাড্ডা থানা যুবলীগের আহবায়ক গলাকাটা কাউসার গ্রেফতার
ডিজিটাল স্বাস্থ্যসেবা,কর্মমুখী প্রশিক্ষণ ও রেশন পরিবহন ব্যবস্থার প্রবর্তন করলো আনসার

১০৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ৫

রাজধানীর মহাখালী ও গাজীপুর থেকে পৃথক দুই অভিযানে ১০৩ কেজি গাঁজাসহ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রেফতারকৃতরা হলেন,মো.মিজানুর রহমান (৩০), মো. আল আমিন(৩১),মো.শামীম(৩৪),দুলাল মিয়া (৫৫), মো.আলমগীর (৪৫)।

শনিবার সকালে গাজীপুর সদর থানাধীন রাজেন্দ্রপুর চৌরাস্তা এবং মহাখালী বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে র‍্যাব-১ এর একটি দল। দুই অভিযানে গ্রেফতারকৃতদের থেকে ১০৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ এবং মিডিয়া অফিসার) মো.মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন,র‌্যাব-১,উত্তরার এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,অবৈধ মাদকদ্রব্য গাঁজার একটি বড় চালান হবিগঞ্জ থেকে রাজেন্দ্রপুর হয়ে গাজীপুরের সালনা এলাকার দিকে যাচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি জিএমপি, গাজীপুর সদর থানাধীন রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১) মো. মিজানুর রহমান(৩০) (গাড়ী চালক), পিতা-মো. রফিকুল ইসলাম, থানা-কাশিডাঙ্গা, রাজশাহী মহানগর, ২) মো. আল আমিন(৩১) পিতা-আব্দুল ছাকিম উদ্দিন, থানা-কাশিডাঙ্গা,জেলা-রাজশাহী এবং ৩) মো শামীম(৩৪) পিতা-মো.বারিকুল ইসলাম,থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহীগনকে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীদের নিকট হতে ৮৫ কেজি গাঁজা,১টি ট্রাক, ২৫০ মিলি ওজনের ৩৪১৩২ বোতল প্রাণ আপ কোমল পানীয়, ০২টি মোবাইল ফোন এবং নগদ ৩৯৮০/-টাকা উদ্ধার করা হয়।

একই দিন সকাল ৯ টায় র‍্যাব-১ এর অপর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অবৈধ মাদকদ্রব্য গাঁজার একটি বড় চালান সিলেট হয়ে মহাখালী এলাকার দিকে যাচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি মহাখালী বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১) মো.দুলাল মিয়া (৫৫) পিতা- মৃত ফজলুল হক, থানা- কলমাকান্দা,জেলা-নেত্রকোনা এবং ২) মো.আলমগীর (৪৫) পিতা-মৃত আ:জব্বার,থানা- পীরগঞ্জ, জেলা-রংপুর দ্বয়’কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীদের নিকট হতে ১৮ কেজি গাঁজা,৩টি মোবাইল ফোন এবং নগদ ২ হাজার টাকা উদ্ধার করা হয়।

আসামিদের জিজ্ঞাসাবাদের বরাতে র‍্যাব জানায়,তারা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন জেলার সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছে। আসামীগণ বিভিন্ন সময় সুকৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক দ্রব্য গাঁজা পরিবহন করে রাজধানী ঢাকা এবং গাজীপুর’সহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করেছে বলে স্বীকার করে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ