
উপজেলা ছাত্র লীগের সাংগঠনিক কর্মকান্ড গতিশীল করার লক্ষে কালীগঞ্জ উপজেলা ছাত্র লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ জুন) বিকেলে উপজেলা দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওয়াহিদ হাসানের সঞ্চালনায় বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শেখ শামিম তুর্য।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, উপজেলা আ’লীগের সহ সভাপতি বাবু পরিমল চন্দ্র ঘোষ, পৌর আ’লীগের সভাপতি ও মেয়র এস এম রবিন হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জুয়েনা আহমেদ, তুমলিয়া ইউনিয়ন আ’লীগ সদস্য ও ইউপি সদস্য মো. মাহাবুব, তুমলিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাগর রোজারিও, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন, ও সাবেক সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজ শাখা ছাত্র লীগ সভাপতি এম আই লিখন প্রমুখ। এ সময় উপজেলার আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।