
০৩ জুন সোমবার বিকেলে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স মাঠে A টিম বনাম B টিমের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ণ খেলায় A টিম ২-১ গোলে B টিমকে পরাজিত করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব এস.এম. শফিউল্লাহ্ বিপিএম পিপিএম।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) (প্রশাসন ও অর্থ) জনাব কবীর আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জনাব এ.এন.এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব আসাদুজ্জামান,
অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) জনাব সুদীপ্ত সরকার পিপিএম,সহকারী পুলিশ সুপার (এসএএফ) মনীষ দাশসহ চট্টগ্রাম জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন পদবীর অফিসার-ফোর্স ও ক্রীড়ামোদি দর্শকবৃন্দ ম্যাচটি উপভোগ করেন|